Question 1 :
দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286 ; সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হলে, বড় সংখ্যা কোনটি?
Question 2 :
দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 1716; সংখ্যা দুটি তিন অঙ্কের হলে, তাদের সমষ্টি কত?
Question 3 :
ছটির ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2,4,7,8,10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগল। 30 মিনিটে কতবার একত্রে বাজবে?
Question 4 :
তিনটি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে ।সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রর দ্রব্য পূর্ণসংখ্যক বার মাপা যাবে?
Question 5 :
150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো ।যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়,তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত?
Question 6 :
তিনটি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার, এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলো পূর্ণসংখ্যকবার আবর্তন করবে?
Question 7 :
চারটি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 3/2 ঘণ্টা পরপর বাজে।তারা একসঙ্গে দুপুর 12 টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে?
Question 12 :
ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে তিনগুণ করলে 12,14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়।
Question 13 :
একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7,8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ থাকে।
Question 14 :
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6,7,8,9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে?